Entertainment

ইরফান ও সাফার ‘ফুড ডেলিভারিম্যান’ – শেয়ার বিজ

শোবিজ ডেস্ক: নাটকের পরিচিত দুই মুখ ইরফান সাজ্জাদ ও সাফা কবির। গল্পের প্রয়োজনে তাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। ইতোমধ্যে তাদের অভিনয় দর্শক হƒদয় জয় করে নিয়েছে। এবার তাদের ফুড ডেলিভারিম্যান নাটকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। এতে ফুড ডেলিভারিম্যান ঈশান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তার বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। এটি রচনা ও প্রযোজনা করেছেন সঞ্জীবন চক্রবর্তী ও আতিকুর রহমান। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। উল্লেখ্য, অনেক খোঁজাখুঁজির পরেও ইরফান সাজ্জাদের কপালে চাকরি জোটেনি। অভাবের সংসারে হাল ধরতে দরকার উপার্জন। তাই সাইকেলে চড়ে প্রতিদিন কাস্টমারদের বাসায় খাবার পৌঁছে দেন তিনি। যে রাস্তা দিয়ে তিনি দৈনিক যাতায়াত করেন, সে পথ দিয়ে প্রায়ই ইয়ারফোনে গান শুনতে শুনতে চলাচল করেন সাফা কবির। সাফা প্রায়ই খেয়াল করেন বয়স্ক ভিক্ষুক দেখলেই সাইকেল থামিয়ে টাকা দেন ইরফান সাজ্জাদ। এর মধ্যে তাদের কিছুদিন চোখাচোখি চলে। হঠাৎ একদিন সাফার বাসায় খাবার ডেলিভারি দিতে যান ইরফান সাজ্জাদ। অনেকটা অবাক হন তারা দুজনে। লজ্জায় পড়ে খাবার দিয়ে ফেরার সময় ডেলিভারি চার্জ আনতে ভুলে যায় ইরফান সাজ্জাদ। এমন গল্পে নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এ প্রসঙ্গে নির্মাতা আতিফ আসলাম বাবলু বলেন, কদিন আগেই এ নাটকের শুটিং শেষ হয়েছে। একজন শিক্ষিত ডেলিভারিম্যান ও একটি মেয়ের প্রেমের গল্প দেখা যাবে এতে। এছাড়া বাবা হারা একজন শিক্ষিত যুবকের মা ও বোনকে নিয়ে টিকে থাকার সংগ্রাম দেখা যাবে। শিগগির একটি বেসরকারি টিভি প্রচার হবে।

Source link

Copyright © 2019

www.000webhost.com